Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০১৭

OEMS/eTIF এর মাধ্যমে সকল স্কুল/কলেজের শিক্ষকগণের তথ্য এন্ট্রির কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সকলকে সোনালী ব্যাংকের অনলাইন শাখায় একাউন্ট থাকলে সে নম্বর অথবা একাউন্ট না থাকলে অবশ্যই নিকটস্থ সোনালী ব্যাংকের অনলাইন শাখায় একাউন্ট করে একাউন্ট নম্বর, ছবি, NID Card সহ অন্যান্য তথ্যাদি দিয়ে ডাটা এন্ট্রি করতে হবে। একাউন্ট করতে কোন সমস্যা হলে প্রয়োজনে ০২-৯৫৮৫৩২৪ নম্বরে ফোন করতে হবে। ## সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষকগণের তথ্য সঠিকটা যাচাই করে অনুমোদন দেয়ার জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনুমোদিত তথ্য ছাড়া এবং অসম্পূর্ণ তথ্য গ্রহণযোগ্য হবে না। ##


প্রকাশন তারিখ : 2016-10-05

OEMS/eTIF এর মাধ্যমে সকল স্কুল/কলেজের শিক্ষকগণের তথ্য এন্ট্রির কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সকলকে সোনালী ব্যাংকের অনলাইন শাখায় একাউন্ট থাকলে সে নম্বর অথবা একাউন্ট না থাকলে অবশ্যই নিকটস্থ সোনালী ব্যাংকের অনলাইন শাখায় একাউন্ট করে একাউন্ট নম্বর, ছবি, NID Card সহ অন্যান্য তথ্যাদি দিয়ে ডাটা এন্ট্রি করতে হবে। একাউন্ট করতে কোন সমস্যা হলে প্রয়োজনে ০২-৯৫৮৫৩২৪ নম্বরে ফোন করতে হবে। ## সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষকগণের তথ্য সঠিকটা যাচাই করে অনুমোদন দেয়ার জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনুমোদিত তথ্য ছাড়া এবং অসম্পূর্ণ তথ্য গ্রহণযোগ্য হবে না। ##


Share with :

Share with :

Facebook Facebook